Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পিএসএস’র উদ্যোগে দুমকিতে গ্রাহকদের শীতকালীন সবজি চাষের প্রশিক্ষণ ও বীজ বিতরণ

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বনির্ভরতা ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে পটুয়াখালীর দুমকিতে পল্লী সেবা সংঘ (পিএসএস)’র উদ্যোগে মহিলা গ্রাহকদের জন্য শীতকালীন সবজি চাষ বিষয়ে তিন দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে উন্নতমানের সবজি বীজ বিতরণ করা হয়।

সোমবার (১০ নভেম্বর) দুপুরে দুমকির পল্লী সেবা সংঘের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ সমাপনী ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় দুই শতাধিক সুবিধাভোগী মহিলা সদস্য অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে পিএসএস-এর সভাপতি অধ্যাপক শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেন, সমাজসেবা কর্মকর্তা মু. অলিউল ইসলাম, দুমকি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট মহিলা কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন এবং দুমকি নতুন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সহিদ সরদার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিএসএস-এর পরিচালক হোসাইন আহমদ কবির হাওলাদার। এছাড়া উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অলিউর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা তরুণ হাওলাদার ও কুলসুম আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “পল্লী সেবা সংঘের এই উদ্যোগ প্রশংসনীয়। কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহণ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, “এ ধরনের ব্যবহারিক প্রশিক্ষণ শুধু পারিবারিক পুষ্টি চাহিদা মেটায় না, বরং নারীদের আয় বাড়িয়ে আত্মনির্ভরশীল করে তোলে।”

প্রশিক্ষণে অংশগ্রহণকারী রিনা বেগম, সাথী আক্তার ও কুলসুম বেগম পিএসএস কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই প্রশিক্ষণ আমাদের বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। আমরা শেখা কৌশল কাজে লাগিয়ে নিজেদের উৎপাদন বাড়াব।”

অনুষ্ঠান শেষে দুই শতাধিক সদস্যের মাঝে লাল শাক, পুঁই শাক, বরবটি, কলমি ও মুলাসহ বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে পল্লী সেবা সংঘ গ্রামীণ নারীদের শীতকালীন সবজি উৎপাদনে সরাসরি সহযোগিতা প্রদান করে ‘সবুজ উন্নয়নের’ নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।