কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় ‘উপকূলীয় অঞ্চলে স্থানীয় নেতৃত্বে দুর্যোগ ঝুঁকি হ্রাস’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভার আয়োজন করে বেসরকারি সংস্থা আভাস, জিপিইউএস ও ডিইউএসজিএসএস।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান এবং প্রকল্পের পরিচালক মনিরুল ইসলাম।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে প্রতি বছর বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব দুর্যোগ মোকাবিলায় স্থানীয় নেতৃত্বকে আরও শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদি সুরক্ষা পরিকল্পনা প্রণয়ন জরুরি। দুর্যোগ ঝুঁকি হ্রাসে সচেতনতা, প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগ গ্রহণই পারে টেকসই সমাধান আনতে।
সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

