Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি আদায় এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা, লাঠিচার্জ ও গ্রেপ্তারের প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দৌলতপুর উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষকরা “আর নয় আলাপন, এবার চাই প্রজ্ঞাপন”, “আমার ভাইয়ের ওপর হামলা কেন? প্রশাসন জবাব দে”— এসব স্লোগানে উপজেলা চত্বর প্রকম্পিত করে তোলেন।

বক্তারা বলেন, “আমরা শিক্ষা নিয়ে রাজনীতি করতে আসিনি, এসেছি জাতির ভবিষ্যৎ গড়তে। অথচ আমাদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে পুলিশি হামলা বর্বরতার শামিল।”

তারা সরকারের কাছে দাবি জানান, অবিলম্বে তাদের যৌক্তিক ৩ দফা দাবি বাস্তবায়ন করতে হবে। অন্যথায় সারা দেশে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

শিক্ষকরা আরও বলেন, শিক্ষক সমাজ কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নয়, বরং জাতি গঠনের মূল চালিকা শক্তি। তাই তাদের সম্মান, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে দেশের শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বিক্ষোভ সমাবেশ শেষে শিক্ষকদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে শেষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।