Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুরে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের হোসেনপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর সহশ্রাধিক মায়েদের নিয়ে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন ও মায়েদের পরিচর্যার লক্ষ্যে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি সোমবার চরহাজীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়, যা হোগলাকান্দি ক্লাস্টারের দুর্গম চরাঞ্চলে অনুষ্ঠিত হয়েছিল।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ ফকিরের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মজিব আলম। এতে সহকারী জেলা শিক্ষা অফিসার জুয়েল আশরাফ, এ কে এম রুহুল আমিন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ এমদাদুল হক, জিনারী ইউনিয়ন বিএনপির সভাপতি ফকরুল আলম খান এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন ইনস্ট্রাক্টর উপজেলা রিসোর্স সেন্টার মফিজ উদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী শিক্ষা অফিসার শফিকুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, রেজাউল করিম, হোগলাকান্দি ক্লাস্টারের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্রছাত্রীসহ অভিভাবক মায়েরা।

জেলা শিক্ষা অফিসার মজিব আলম বলেন, “মায়েদের নানাবিধ সমস্যার তথ্যচিত্রের ভিত্তিতে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের পাশাপাশি মায়েদের মূল ভূমিকা রয়েছে। শিশুদের বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার পর্যবেক্ষণ করলে শিক্ষার মান উন্নয়ন সম্ভব।” তিনি দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলিতে বিশেষ নজরদারি এবং সার্বিক সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।