মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর-২ আসনে বিএনপি নেতা মিল্টন বৈদ্যের মনোনয়ন দাবিতে সোমবার বিকেলে মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর পৌর ঈদগাহ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শকুনি লেকেরপাড়ে গিয়ে শেষ হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “গত ১৭ বছর ধরে শেখ হাসিনা সরকারের আমলে আন্দোলন-সংগ্রামে রাজপথে ছিলেন জেলা বিএনপির সদস্য মিল্টন বৈদ্য। তিনি স্বৈরাচার সরকারের আমলে একাধিকবার মামলা-হামলার শিকার হয়েছেন এবং বহুবার কারাবরণ করেছেন। বিএনপির দুর্দিনে রাজপথে থাকা এই ত্যাগী নেতাকে মাদারীপুর-২ আসনের মনোনয়ন দিতে কেন্দ্রীয় বিএনপির প্রতি আহবান জানান নেতারা।”
মিল্টন বৈদ্য বর্তমানে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি ২০১৪ সালে রাজৈর উপজেলা পরিষদ নির্বাচনে এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। নির্বাচনের আগে ও পরে তার বাসভবন ও যানবাহনে হামলা, অগ্নিসংযোগ, লুটপাট এবং একাধিক মামলা হলেও তিনি রাজনীতি থেকে সরে যাননি বলে দাবি নেতাকর্মীদের।
সমাবেশে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বিএম আরিফুর ইসলাম দুলাল, পৌর যুবদলের আহ্বায়ক বাশার মাতুব্বরসহ অন্যান্য নেতা-কর্মীরা।

