Nabadhara
ঢাকাসোমবার , ১০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের দুই মেয়ে শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

জামালপুর প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুই মেয়ে শিক্ষার্থী আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। তিন মাসের কোর্স শেষে আত্মরক্ষা ও ক্ষমতায়ণ বিষয়ে শিক্ষার্থীরা ‘এম্পাওয়ারিং সেফটি ফর গার্লস’ নামক প্রকল্প তৈরি করেন। বিশ্বের কয়েক হাজার প্রকল্পের মধ্যে তাদের প্রকল্পকে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত করা হয়।

প্রতিযোগিতার আয়োজন করেছিল দ্যা ইকোনোমিস্ট এডুকেশনাল ফাউন্ডেশন, যেখানে ৬টি মহাদেশের ২৩টি দেশের ৩৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। জামালপুরের শিক্ষার্থীদের প্রকল্পটি মেয়েদের আত্মরক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল।

প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীরা কারাতে প্রশিক্ষণ, সচেতনতা কার্যক্রম ও গল্পবলার মাধ্যমে আত্মবিশ্বাসী হতে শিখেছে। বিজয়ী হওয়ায় দলটি একটি ট্রফি, সার্টিফিকেট এবং বাংলাদেশী টাকায় প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা অর্জন করে। এই অর্থ দিয়ে স্কুলের শিক্ষার্থীরা কারাতে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে, যা বর্তমানে চলমান।

চ্যাম্পিয়ন দলের সদস্য জিম জানান, “প্রকল্পটি আমাকে শিখিয়েছে, আমার কণ্ঠেরও মূল্য আছে। সাহস মানে অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকা।” প্রকল্প সমন্বয়কারী ও ইংরেজি বিভাগের প্রভাষক সাফিয়া আনসারি বলেন, “‘এম্পাওয়ারিং সেফটি ফর গার্লস’ কেবল আত্মরক্ষার প্রশিক্ষণ নয়, এটি আত্মবিশ্বাস, সচেতনতা ও নেতৃত্ব গঠনের একটি যাত্রা।”

প্রকল্পটি ধীরে ধীরে বড় হয়ে ২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি সচেতনতার আন্দোলনে পরিণত হয়েছে, যা বাংলাদেশের প্রতিটি স্কুল ও সমাজে মেয়েদের নিরাপত্তা ও ক্ষমতায়ণ বিষয়ে বার্তা ছড়িয়ে দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।