বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলায় ২০২৫-২৭ অর্থবছরের ভি-ডব্লিউ-বি (VWB) কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন বাবুগঞ্জের ৫নং রহমতপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুমন সিকদার।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার আতিকুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের সচিব তারিকুল ইসলাম চৌধুরী, ইউপি সদস্য মো. শাহিন হোসেন, মো. ওবায়দুল হক সুমন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকার জনগণের কল্যাণে কাজ করছে, বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে তাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সামাজিক সুরক্ষা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উল্লেখ্য, ভি-ডব্লিউ-বি কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দুঃস্থ নারীদের মাঝে পর্যায়ক্রমে চাল বিতরণ করা হবে।

