রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
খুলনার দাকোপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দুই দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার রাতে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
পরিবার ও সহকর্মী সূত্রে জানা যায়, শনিবার বিকেল চারটার দিকে দাকোপ উপজেলার চালনা বাজারের ভাড়া বাসায় অবস্থানকালে হঠাৎ মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করেন সিরাজুল ইসলাম। পরে তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার সম্পন্ন করা হলেও অবস্থার অবনতি ঘটতে থাকে। দুই দিন ধরে লাইফ সাপোর্টে থাকার পর সোমবার রাত আটটার দিকে তিনি চিরবিদায় নেন।
বাংলাদেশ পুলিশের পরিদর্শক (বিপি-৮৬১১১৩৪০১৬) পদে কর্মরত এই কর্মকর্তা ছিলেন দায়িত্বনিষ্ঠ ও সাহসী এক পুলিশ অফিসার। দীর্ঘ কর্মজীবনে সততা, শৃঙ্খলা ও মানবিকতার জন্য সহকর্মী ও স্থানীয়দের মাঝে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয়। তার মৃত্যুতে খুলনা জেলা পুলিশ, সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
দাকোপ থানার পুলিশ সদস্যদের চোখেমুখে এখন বিষণ্নতার ছাপ। সহকর্মীরা বলেন, ওসি সিরাজুল ইসলাম ছিলেন একজন মানবিক কর্মকর্তা, যিনি সাধারণ মানুষের সমস্যাকে নিজের দায়িত্ব বলে মনে করতেন। তার মৃত্যুতে থানায় যেন শূন্যতা নেমে এসেছে।

