বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন বহাল রাখার হাইকোর্টের আদেশে জেলাজুড়ে শুরু হয়েছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ। সোমবার (১০ নভেম্বর) বিকেলে হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বাগেরহাট শহরসহ বিভিন্ন উপজেলায় বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।
সন্ধ্যায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগাভাগি করেন।
এছাড়া জেলার মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারী, মোড়েলগঞ্জ ও কচুয়া উপজেলাতেও রাত ৮টার পর পর্যন্ত আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেছে।
আসন বহাল রাখার রায়কে স্বাগত জানিয়ে মাগরিবের নামাজের পর বাগেরহাট পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে জেলা বিএনপি ও সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক এ টি এম আকরাম হোসেন তালিমসহ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এর প্রতিবাদে বাগেরহাটবাসী আন্দোলনে নামে এবং ৭ সেপ্টেম্বর উচ্চ আদালতে রিট দায়ের করে। দীর্ঘ শুনানির পর সোমবার হাইকোর্ট বাগেরহাটের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেন।
স্থানীয়দের মতে, আদালতের এই রায়ের মধ্য দিয়ে বাগেরহাটবাসীর ন্যায্য দাবি প্রতিষ্ঠিত হয়েছে এবং জেলার রাজনৈতিক ও প্রশাসনিক ভারসাম্য বজায় থাকবে।

