Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

হিফজুল কুরআন প্রতিযোগীতায় গৌরনদীতে হাফেজদের মিলন মেলা

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ৯:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে চার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক কুরআনের হাফেজদের নিয়ে হিফজুল কুরআন প্রতিযোগীতা, নগদ অর্থ, ক্রেষ্ট ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মডেল মাদ্রাসার আয়োজনে সোমবার বাদ আছর মাদ্রাসার সম্মুখে হিফজুল কুরআন প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হাফেজ ইমারত হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার মুহতামিম মাওলানা মিরাজুল ইসলামের সঞ্চলনায় আলোচনা সভায় অতিথি ছিলেন মুহতামিম হাফেজ মো. ইনামুল হক, হাফেজ মাওলানা মুফতি রমজান আলী, হাফেজ মাওলানা শওকত হোসেন, হাফেজ মো. তাজিম উদ্দিন, হাফেজ মোজ্জামেল হোসেন, মাওলানা আবু মুসা সহ অন্যান্যরা।

প্রতিযোগীতায় গৌরনদী, আগৈলঝাড়া, কালকিনি ও ডাসার উপজেলার ৩০টি মাদ্রাসার দুই শতাধিক প্রতিযোগী অংশ গ্রহন করে। শেষে ৫ ও ১০ পারার তিনজন করে ৬ জনকে ৫ হাজার করে নগদ টাকা ও ১৪ জনকে ক্রেষ্ট বিতরণ করা হয়।

এ ছাড়া ভূরঘাটা আত তাহফিজ ইন্টারন্যাশনাল মহিলা মডেল মাদ্রাসার মাহিমা আক্তার হিফজ (হাফেজ) সম্মন্ন করায় তার পিতাকে ক্রেষ্ট প্রদান করা হয়। হিফজুল কুরআন প্রতিযোগীতা ঘিরে কয়েকশত কুরআনের পাখিদের (হাফেজ) মিলন মেলা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।