বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে বাবার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী তিন সন্তান।
মঙ্গলবার সকালে উপজেলার তারাটিয়া বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ভুক্তভোগী আরিফুল ইসলাম, তার ভাই আতিক ও বোন সিনহা আক্তার।
সংবাদ সম্মেলনে আরিফুল ইসলাম বলেন, আমি ২০১৬ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত সৌদি আরবে জীবিকার তাগিদে প্রবাস জীবন পার করি। প্রবাস জীবনের ৯ বছরে আমার কষ্টের আয়ের ৯০ লাখ টাকা আমার বাবা হাসমত আলীর একাউন্টে পাঠাই। তিনি আমার নামে জমি ক্রয় করা, বাড়ি করা সহ বিভিন্ন কারণ দেখিয়ে আমার কাছ থেকে টাকা গুলো হাতিয়ে নিয়েছেন।
কিন্তু আমার বাবা আমার টাকা নিয়ে আমার মাকে রেখে অন্য নারীর পেছনে টাকা গুলো তছরুপ করেছেন।
আমি গত ৪ আগস্ট দেশে ফিরে আমার পাঠানো টাকার হিসাব চাইলে আমার বাবা আমাদের তিন ভাই বোন ও মায়ের ওপর ক্ষিপ্ত হন। এক পর্যায়ে আমার ও ছোট ভাইয়ের নামে মিথ্যা মামলা দায়ের করেন বাবা হাসমত আলী।
আরিফুল ইসলাম আরও বলেন, আমার বাবা আমাদের সাথে প্রতারণা করেছেন। তিনি এখন আমাদের বাড়ি থেকে বের করে দিতে একের পর এক মিথ্যা মামলা ও অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছেন।
আমি যেন আবার প্রবাসে যেতে না পারি সেজন্য তিনি ষড়যন্ত্র করছেন।
তাই আমার বাবার মিথ্যা মামলা থেকে মুক্তি চাই এবং হয়রানি থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।পাশাপাশি প্রতারক বাবার অপকর্মের বিচার দাবি করছি।

