নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপি নেতা ও মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান কচি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাটবাজার ও গ্রামে-গঞ্জে লিফলেট বিতরণসহ মতবিনিময় সভা করে যাচ্ছেন।
জানা গেছে, কামরুজ্জামান কচি নান্দাইল উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের বাসিন্দা। তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে জাতীয়তাবাদী তাঁতী দল (জেটেব)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতিত বিএনপি নেতা হিসেবে পরিচিত কচি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।
কামরুজ্জামান কচি বলেন, “আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় ভয়ভীতি উপেক্ষা করে তারেক রহমানের নির্দেশে দলের পক্ষে কাজ করেছি। আমি আমার দল থেকে মনোনয়ন প্রত্যাশী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের পাশে থেকে কাজ করে যাব। আর যদি অন্য কাউকে মনোনয়ন দেয়, তবুও আমি তার পক্ষে কাজ করবো। ইনশাআল্লাহ, নান্দাইলে ধানের শীষের জয় নিশ্চিত করবো।”

