বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে সম্প্রতি জাতীয় একটি পত্রিকার অনলাইনসহ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল ও জামালপুরের স্থানীয় দৈনিক পত্রিকায় “ইয়াবার সিন্ডিকেটে মুসলিমাবাদের জনি, মোস্তফা আর সেই ফারুক” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। এতে স্বাভাবিক জীবনযাপন করতে পারচ্ছে না ভুক্তভোগীসহ তাদের পরিবার।
মঙ্গলবার (১১ নভেম্বর) একটি লিখিত প্রতিবাদ পত্রের মাধ্যমে উক্ত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন বলে প্রতিবাদ জানিয়েছে ম্যাক্স ফুটওয়ারের স্বত্বাধিকারী ভুক্তভোগী মো: জনি রানা।
প্রতিবাদ পত্রে জনি রানা বলেন, দীর্ঘদিন যাবৎ জামালপুর শহরে সুনাম, সততা ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। আমার ব্যবসায়িক অগ্রগতি ও সামাজিক অবস্থানকে লক্ষ্য করে একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রদান করেছে। এর ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) এর কিছু ব্যক্তি উক্ত মিথ্যা সংবাদ শেয়ার, প্রচার ও ব্যাখ্যা করে ইচ্ছাকৃতভাবে আমার ব্যক্তিগত সম্মান ক্ষুন্ন করছে, যা সম্পূর্ণ দ-নীয় অপরাধ। এর ফলে আমি ও আমার পরিবার সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও প্রতিনিয়ত অপমানিত হচ্ছি।
বিশেষত আমার স্কুল পড়–য়া সন্তানরা এই অপপ্রচারজনিত পরিস্থিতির কারণে মানসিক চাপে ভুগছে। যা তাদের স্বাভাবিক পড়াশোনা, বৃদ্ধি ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুতর নেতিবাচক প্রভাব ফেলছে। মাদকসহ কোনো অবৈধ কার্যক্রমের সাথে আমার কোনোরূপ প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা নেই। আমার বিরুদ্ধে উক্ত অভিযোগ যদি কেউ আইনি প্রমাণসহ উপস্থাপন করতে পারে, আমি দেশের প্রচলিত আইন অনুযায়ী যে কোনো শাস্তি গ্রহণ করতে প্রস্তুত।

