মৌলভীবাজার প্রতিনিধি
বাংলাদেশ ফুটবল ও খেলোয়াড়দের নিয়ে গায়ক আসিফ আকবরের কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকালে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে স্থানীয় ফুটবল সংগঠন ও খেলোয়াড়রা।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন ডিএফএ সদস্য ও ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম বেলাল, ডিএফএ সাধারণ সম্পাদক তনজু খান, রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজ্জাদুর রহমান পিন্টু প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সহ-সভাপতি জামাল আহমেদ, জাকির আহমেদ রুমান, সৈয়দ আবুল হাসান জিল্লু, সাধারণ সম্পাদক গাজি আবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কোষাধ্যক্ষ শিপন আহমেদ, সহ-সাহিত্য সম্পাদক সাঈদ খান, সদস্য এমজাদ হোসেন, মৌলভীবাজার স্পোর্টস একাডেমির কোচ ঝন্টু দাস, আফজলিয়া একাডেমির কোচ ভজন ঘোষ, ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির কোচ ও পরিচালক সাহেল আহমেদ, রেফারি বাবুল আহমদসহ স্থানীয় সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়রা।
বক্তারা বলেন, দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হিসেবে আসিফ আকবরের এমন মন্তব্য ফুটবল খেলোয়াড়দের অপমানের শামিল। তারা আসিফ আকবরের প্রকাশ্য ক্ষমা দাবি করেন এবং জাতীয় খেলার প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

