Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় মানবেতর জীবন যাপন করছেন বিধবা নারী মর্জিনা বেগম

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার কাতলাসুর স্বপ্ন নগর আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন বিধবা নারী মর্জিনা বেগম (৪০)। স্বামী রবিউল শেখের মৃত্যুর পর থেকে অভাব-অনটনে জর্জরিত এই নারী বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বয়স ও অসুস্থতার কারণে তিনি কাজ করতে পারছেন না, ফলে প্রতিদিন কাটছে চরম দুঃখ-কষ্টে।

জানা গেছে, স্বামী মারা যাওয়ার পর সংসারের দায়িত্ব একাই টেনে চলছেন মর্জিনা বেগম। স্থায়ী কোনো আয় নেই। আগে মাঝে মধ্যে অন্যের বাড়িতে কাজ করে যা আয় হতো, তা দিয়েই চলতো সংসার। কিন্তু এখন শারীরিক অসুস্থতা ও বয়সজনিত কারণে কাজও সম্ভব হচ্ছে না।

মর্জিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “স্বামী মারা যাওয়ার পর থেকে কেউ পাশে নেই। আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর পেয়েছি, কিন্তু খাবার জোগাড় করতে পারি না। দুই ছেলে ও এক মেয়েকে অনেক কষ্টে বড় করেছি। ছেলেদের স্কুল বন্ধ হয়ে গেছে, মেয়েকে বিয়ে দিয়েছিলাম, কিন্তু জামাই চলে গেছে—এখন মেয়ের দুই সন্তানও আমার কাছে। পুরো ভরণপোষণ আমার ওপর, অথচ আমি নিজেই অসহায়।”

স্থানীয়রা জানান, মর্জিনা বেগমের মতো আরও কয়েকজন অসহায় নারী আশ্রয়ণ প্রকল্পে বসবাস করছেন, যাদের জীবনে সরকারি ও সামাজিক সহায়তার প্রয়োজন রয়েছে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাসেল ইকবাল বলেন, “মর্জিনা বেগমের বিষয়টি আমাদের নজরে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে তার সহায়তার ব্যবস্থা নেওয়া হবে। সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে তার মতো অসহায় মানুষরা নতুন করে বাঁচার সাহস পাবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।