Nabadhara
ঢাকামঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে ইসলামী আন্দোলন প্রার্থী জয়নাল আবেদিন টিপুর মতবিনিময়

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
নভেম্বর ১১, ২০২৫ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরকে মাদক ও সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদে রূপ দিতে চান ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জয়নাল আবেদিন টিপু।

মঙ্গলবার বিকেলে মনিরামপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি ভবদহ সমস্যার স্থায়ী সমাধান এবং পৌর শহরের যানজট নিরসনের প্রতিশ্রুতিও দেন।

প্রেসক্লাবের সভাপতি এসএম মজনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রার্থী টিপু বলেন, “মনিরামপুরের মানুষ সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেবে বলে আমি আশাবাদী।”

সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরামপুর উপজেলা শাখার সভাপতি ইবাদুল ইসলাম খালাসী, সহ-সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আলহাজ্ব মুফতি আক্তারুজ্জামান, হাফেজ শহিদুল ইসলাম, সেক্রেটারি হাফেজ শামছুদ্দীন আজাদী, সদস্য মাষ্টার আবুল কাশেম ও পৌর সেক্রেটারি মফিজুর রহমান।

অতিথিরা সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “অন্য রাজনৈতিক দলের মতো আমাদের দলকেও সংবাদমাধ্যমে ন্যায্যভাবে মূল্যায়ন করা হোক।”

এছাড়া প্রার্থী টিপু আশ্বাস দেন—গরিব ও মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে বিশেষ ব্যবস্থা গ্রহণ, সংখ্যলঘু সম্প্রদায়ের অধিকার সুরক্ষা এবং হতদরিদ্র মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।