Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড ও বাংলাদেশের মানচিত্র মুরাল উদ্বোধন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫ ৮:০৪ অপরাহ্ণ
Link Copied!

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি

“বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে”—এই প্রতিপাদ্যকে ধারণ করে জেলা প্রশাসক, টাঙ্গাইলের উদ্যোগে জেলার ১২টি উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় কালিহাতী উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ। নতুন মাঠে দৌড়ঝাঁপে মেতে ওঠে তারা। উপস্থিত শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ।

উদ্বোধনকালে ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, “শিশুদের আনন্দের সাথে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ও স্কুল থেকে ঝরে পড়া রোধে এই ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। শিশুদের জন্য আরও সুন্দর ও আনন্দমুখর শিক্ষার পরিবেশ গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও জানান, শিশুদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশের মানচিত্রের একটি মুরালও স্থাপন করা হয়েছে।

স্থানীয়রা জানান, এই উদ্যোগ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার কুলসুম সোলায়মানসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।