আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দীনকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে আশাশুনি বালির মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি, গণমানুষের নেতা ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন।
উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স. ম. হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আ. রশিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন প্রমুখ।
মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত পরিবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজারো নেতা-কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন,“উৎপাদন ও উন্নয়নের রাজনীতির প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দিকনির্দেশনা আমার অনুপ্রেরণা। আমি নির্বাচিত হই বা না হই, আশাশুনির সর্বাত্মক উন্নয়নে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে আমি এলাকার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে সহায়তা প্রদানসহ উন্নয়নের নজির রাখতে শুরু করেছি।”

