আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
শিশু-কিশোরদের মধ্যে ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে আলফাডাঙ্গায় জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী প্রতিযোগিতার আয়োজন করা হয়।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১২০ জন শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তারা কোরআন তেলাওয়াত, হামদ-নাত, আজানসহ ১৭টি বিষয়ে অংশগ্রহণ করে। পরবর্তীতে ৫১ জন শ্রেষ্ঠ প্রতিযোগীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, “শিশু-কিশোরদের মধ্যে ইসলামিক মূল্যবোধ ও নৈতিকতা গড়ে তুলতে এই ধরনের প্রতিযোগিতা অত্যন্ত ফলপ্রসূ। এর মাধ্যমে তারা ধর্মীয় অনুশাসনের পাশাপাশি মানবিক গুণাবলিও বিকশিত করবে।”
প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের এমসি মাওলানা তামিম আহমেদ এবং আলফাডাঙ্গা উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা শামীম রেজা।
বক্তারা বলেন, “পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামি আদর্শে গড়ে তোলা সম্ভব। নৈতিক শিক্ষার মাধ্যমে তরুণ সমাজকে আদর্শ নাগরিক হিসেবে তৈরি করাই আমাদের লক্ষ্য।”

