রাজু দত্ত, (মৌলভীবাজার) প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির যুগ্ম সদস্য সচিব ও সিলেট বিভাগের তত্ত্বাবধায়ক প্রীতম দাশ।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীর কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে আবেদন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক ও সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক, যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, এবং সংগঠক রফিকুল ইসলাম আইনী সহও কমলগঞ্জ-শ্রীমঙ্গল (মৌলভীবাজার-৪) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সদস্যরা—রতন দেব, আব্দুল গনি চৌধুরী নয়ন, সামায়েল রহমান, আবু হানিফা চৌধুরী ও টিপু সুলতান—একসঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিলের পর প্রীতম দাশ বলেন,
আমি মৌলভীবাজার-৪ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে আবেদন করেছি। আশা করি, দল আমাকে মনোনয়ন দেবে। ‘শাপলা কলি’ প্রতীকে যদি জনগণ ভোট দেওয়ার সুযোগ পায়, তাহলে আমরা শান্তি ও উন্নয়নের এক নতুন ব্যালট বিপ্লব ঘটাতে পারব।
আমি এই অঞ্চলের মাটির সন্তান, আমার শেকড় এই এলাকার মানুষের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। জনগণের সেবা ও তাদের উন্নয়নই হবে আমার রাজনীতির মূল লক্ষ্য।

