Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি 
নভেম্বর ১৫, ২০২৫ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীর দাগনভূঞায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে দাগনভূঞা আতাতুর্ক সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির সহস্রাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়।

 

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন—ফেনী-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ, দাগনভূঞা উপজেলা শিক্ষা অফিসার মো. ইসমাইল হোসেন, আতাতুর্ক সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন—জামায়াতের উপজেলা আমির গাজী সালাহ উদ্দিন, উপজেলা সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটওয়ারী, ৬নং ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাঈল হোসেন, দাগনভূঞা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এম. এ. তাহের পণ্ডিত, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুহিন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ট্রাস্টের পরিচালক, স্কুল সমন্বয়কসহ অনেকে।

 

পরীক্ষা নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, “প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে। কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ। অংশগ্রহণকারীর সংখ্যা ক্রমেই বাড়ছে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

 

ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক বলেন, “শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমন উদ্যোগ দেখে আমি আনন্দিত। বিশেষ করে শিক্ষার্থীদের অভিভাবকদের ধন্যবাদ, যারা সন্তানদের অংশগ্রহণে উৎসাহ দিয়েছেন।”

উপজেলা চেয়ারম্যান প্রার্থী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, “বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এত বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ দেখে সত্যিই অনুপ্রাণিত হয়েছি। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ভবিষ্যতেও এমন শিক্ষা-উন্নয়নমূলক উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশা করি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।