Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা শিক্ষকদের বিভাগীয় সভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি 
নভেম্বর ১৫, ২০২৫ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি 

ফেনীতে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষায় শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা এবং চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকালে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা (মউশিক) শিক্ষক কল্যাণ পরিষদ চট্টগ্রাম বিভাগের আয়োজনে ফেনী সদর উপজেলার ফতেহপুর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মউশিক কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী।

মউশিক ফেনী জেলা কমিটির সভাপতি মাওলানা হাফেজ মো. বরকত উল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ মো. শহীদ উল্লাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন—

মউশিক কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাম্মেল হক, দৈনিক সংগ্রামের ফেনী প্রতিনিধি ও ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহীম, মানবাধিকার সংগঠক মাস্টার আবুল কাশেম, কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মাসুদ, আইন বিষয়ক সম্পাদক কাজী সাব্বির আহমেদ, সদস্য মো. শহীদুল্লাহ, চাঁদপুর জেলা প্রতিনিধি মাওলানা মনির হোসেন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি মাওলানা গোলাম মোস্তফা, কক্সবাজার জেলা সভাপতি মাওলানা রুহুল মতিন, কুমিল্লা প্রতিনিধি জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাওলানা মোস্তাক আহমেদ এবং ফেনী সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সাত্তার।

সভায় নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ, শিশুদের চরিত্রগঠন, সুষ্ঠু শিক্ষা পরিবেশ তৈরি এবং সম্প্রদায়ের উন্নয়ন—এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

পরবর্তীতে কাউন্সিল অধিবেশনে মাওলানা মিজানুর রহমান মাসুদকে সভাপতি, হাফেজ মাওলানা মো. বরকত উল্লাহকে সাধারণ সম্পাদক এবং রাশেদুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন বিভাগীয় কমিটি গঠন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।