Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলীকদমে সাচিং প্রু জেরীর গণসংযোগ ও র‌্যালি

আলীকদম, (বান্দরবান)প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

আলীকদম, (বান্দরবান)প্রতিনিধি

বিএনপির ঘোষিত ৩১ দফা জাতীয় রূপকল্প বাস্তবায়নের দাবিতে বান্দরবান-৩০০ নং আসনের মনোনীত প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর নেতৃত্বে আলীকদমে শনিবার বিকেলে গণসংযোগ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টার দিকে উপজেলা সদর থেকে শুরু হওয়া র‌্যালিতে বিভিন্ন স্তরের শত শত মানুষ অংশ নেন। পাহাড়ি ও বাঙালি জনগণ মিলিতভাবে র‌্যালিটি উপজেলা বাজার, প্রধান সড়ক ও বিভিন্ন পাড়া প্রদক্ষিণ করে।

সাচিং প্রু জেরী জনতার উদ্দেশে বলেন, “বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলে দেশ পুনরায় গণতন্ত্রের পথে ফিরে আসবে। জনগণের ভোটাধিকারের সুরক্ষা, ন্যায়বিচার, উন্নয়ন ও সমান অধিকার প্রতিষ্ঠার জন্য এই ৩১ দফা অত্যন্ত জরুরি। আলীকদমসহ পার্বত্য অঞ্চলে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করতে আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ, নিরাপত্তা, ক্ষুদ্র ব্যবসায়ীদের উন্নয়ন ও পর্যটন প্রচারণায় বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করব। পাহাড়ি ও বাঙালি সব জনগণ সমান সুযোগ পাবে।”

র‌্যালি শেষে সাচিং প্রু জেরী বাজার, দোকান, ঘরবাড়ি ও কর্মস্থলে গিয়ে ভোটারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দলের ৩১ দফার অঙ্গীকার তুলে ধরেন। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা জানান, সাধারণ মানুষের মধ্যে প্রার্থীর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে, যা আগামী নির্বাচনে শক্ত অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।