Nabadhara
ঢাকাশনিবার , ১৫ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজের সময় বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামে এক বিদ্যুৎ শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার পিলজংগ ইউনিয়নের সুকদাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ সরদার বাগেরহাট সদরের কাড়াপাড়া ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে।

 

ফকিরহাট মডেল থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, দুপুরের দিকে বাগেরহাট সদর পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন একটি চালু লাইনের খুঁটিতে কাজ করছিলেন সবুজ সরদার। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে তারের সঙ্গে ঝুলে পড়েন। খবর পেয়ে ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি বিশেষ টিম দুই ঘণ্টা চেষ্টার পর মরদেহটি উদ্ধার করে।

 

ফকিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক আনন্দ কুমার কুন্ডু জানান, কাজটি সদর দপ্তরের ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বে ছিল। ঠিকাদারি প্রতিষ্ঠান চালু অবস্থায় সঞ্চালন লাইনে কাজ করার বিষয়ে পল্লী বিদ্যুৎ সমিতিকে আগে অবহিত করেনি। প্রতিটি কাজের আগে ফিডার লাইন বন্ধ রেখে নিরাপদে কাজ করার ব্যবস্থা করা বাধ্যতামূলক। না জানিয়ে কাজ করায় এই দুর্ঘটনা ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।