জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটিতে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর ) বিকালে কাদাকাটি ইউনিয়নের রাধাবল্লভপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আব্দুস সালাম, রইচ উদ্দিন, জাকির হোসেন, আল মামুন প্রমুখ। বক্তারা বলেন, রাধাবল্লভপুর ভূমিহীনদের দ্বারা তারা একাধিকবার ষড়যন্ত্রের শিকার হয়েছে। হতে হয়েছে মিথ্যা মামলার শিকার। মিথ্যা মামলায় কারাগা বরন করতে হয়েছে। বিভিন্ন সময়ে মিথ্যা কাহিনী সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা। ৯২ এর এস রেকর্ডের মালিক মোড়লরা।
বর্তমানে খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করায় জনগণের স্বার্থে বর্তমানে জমি ব্যবহৃত হচ্ছে। কিন্তু ভুমিহীন তকমা লাগিয়ে এলাকার ২/৩ হাজার বিঘার জমি মৎস্য ঘের অচল করতে ও ৪/৫ গ্রামের মানুষকে জলাবদ্ধতায় ভুগাতে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনের গুরুত্বপূর্ণ পাইপ গেটের মুখে তারা বাঁধ দেওয়ার জন্য এমন ষড়যন্ত্রে মেতে উঠেছে।
তারা আরও বলেন, আজিজুল আদর্শ গ্রামে ঘর নিলেও সে ঘর ছেড়ে ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসি (ল্যান্ড) অফিসে অভিযোগ দিলে তদন্ত করে জায়গা উন্মুক্ত করে রাখার জন্য বলা হয়।
তিনি সরেজমিনে তদন্তের সময় কোনো মারামারি না ঘটলেও তারা পরের দিন আমাদের নাম উল্লেখ করে মিথ্যা সংবাদ সম্মেলন সহ অপপ্রচার চালাচ্ছে দাবী করে বক্তাগণ এই গুরুত্বপূর্ণ পাইপ গেটের সামনে অবৈধ ভাবে বাঁধ না দিতে পারে এবং জনগণের স্বার্থে উন্মুক্ত রাখতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সাল আহমেদ জানান, আমি এক মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অর্নার দিয়ে ফেরার পথে সরেজমিনে গিয়েছিলাম। গ্রামের অধিকাংশ মানুষ সেখানে উপস্থিত ছিলেন। ওখানে মারপিট, ভাংচুরের কোনো ঘটনা ঘটেনি। আমি উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখতে বলেছি এবং সরকারি জমিতে বাঁধ দিতে নিষেধ করা হয়েছে।

