চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির চার বারের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এড মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেন আজকে বাংলাদেশে সংস্কারের যে আলোচনা চলছে তা অনেক আগেই তারেক রহমান ঘোষিত ৩১ দফায় তা উল্লেখ করা হয়েছে। তিনি কতটা দূরদর্শী তা আজকের সংস্কার আর ৩১ দফা নিয়ে পর্যালোচনা করলে বুঝা যায়।
শনিবার(১৫ নভেম্বর) ১২ টার দিকে
রৌশনহাট এলাকায় একটি রেষ্টুরেন্টে স্থানীয় কর্মরত সাংবাদিকদের সাথে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিঃ যুগ্ম-আহবায়ক আবদুল মাবুদ, এড রফিক উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জসিম উদ্দিন মিন্টু, সাবেক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ইউনুস বাবুল, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক হারুনুর রশিদ, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ হিরু জাহাঙ্গীর আলম প্রমুখ।

