Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“বর্তমান সময়ে নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষক একযোগে কাজ করতে হবে”–অ্যাডভোকেট সজল

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বিএনপির কার্যনির্বাহী কমিটির নির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেছেন, বর্তমান সময়ে নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবক ও শিক্ষক একযোগে কাজ করতে হবে।

আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সুষ্ঠু শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বরিশালের গৌরনদী উপজেলার ঐহিত্যবাহী চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

শনিবার (১৫ নভেম্বর ) বিকেলে স্কুলের হলরুমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আসাদুজ্জামানের সভাপতিত্বে অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক মো. গিয়াস উদ্দিন মিয়া, চাঁদশী ইউনিয়ন বিএনপির আহবায়ক আলী আকবার মোল্লা।

বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিবাবক সদস্য ও সমাজ সেবক গাজী রফিকুল ইসলাম জুয়েল, সহকারী শিক্ষক শামীম সরদার, শরীফুল ইসলাম শরীফ, হানিফ সরদার, অভিভাবক মো. রুহুল আমিন খান, মো. রিয়াজ, পান্না সরদার, মামুন গাজী, আনোয়ার খলিফা প্রমুখ। সমাবেশে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।