Nabadhara
ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

“বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে” সুনামগঞ্জে–আনিসুল হক

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ১৬, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

একে মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ-১ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রাপ্ত এমপি প্রার্থী ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য, আলহাজ্ব আনিসুল হক বলেছেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের সম্পদ নয়, এটি দেশের ঐতিহ্য ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এক জীববৈচিত্র্যের ভাণ্ডার।

এই হাওরের সঙ্গে সরাসরি জড়িয়ে আছে হাওরপারের মানুষের জীবন ও জীবিকা। তেমনিভাবে হাওরাঞ্চল ও দেশের মিটাপানির মাছ, পাখি ও জলজ প্রাণী-উদ্ভিদের অন্যতম অভয়াশ্রম এটি। তবে এখন হাওরটির জীববৈচিত্র চরম সংকটে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি খুবই অশনি সংকেত।

জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে এবং হাওরটির জীববৈচিত্র রক্ষা ও পুনরুদ্ধারে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করা হবে।

রবিবার (১৬ নভেম্বর) বিকেলে তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরপাড়ের লামাগাঁও বাজারে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি টাঙ্গুয়ার হাওরের হারানো পরিবেশ ও প্রকৃতিকে পূর্বের রূপে ফিরিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আনিসুল হক বলেন, দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অনিয়ন্ত্রিত দখল, বাণিজ্যিক স্বার্থে পানি ও পাখির আবাস ধ্বংস করে টাঙ্গুয়ার হাওরকে বিপর্যয়ের মুখে ঠেলে দেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে হাওরকে কেন্দ্র করে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে। হাওরপারের নারী ও পুরুষদের নানামুখী প্রশিক্ষণ দিয়ে দক্ষতা উন্নয়ন করা হবে। তাঁদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও কারিগরি শিক্ষা প্রতিষ্টান গড়ে তুলতে কাজ করবে বিএনপি।

তিনি আরও বলেন, হাওরবাসীর কৃষি, মৎস্য, পর্যটন এবং জীববৈচিত্র্য সবকিছুর সাথেই মানুষের ভালোভাবে বেঁচে থাকা জড়িত। হাওরের প্রাকৃতিক প্রবাহ বজায় রাখতে বাঁধ ব্যবস্থাপনা সংস্কার করাে হবে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবারের সিনিয়র সিটিজেনের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে।

ফ্যামিলি কার্ডেও মাধ্যমে তাঁরা প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পাবেন। পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ হাওরপাড়ের বিভিন্ন গ্রামের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।