ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে “ধান বিক্রি মোবাইল অ্যাপে লাভ থাকবে কৃষকের হাতে” স্লোগানের মাধ্যমে কৃষকদের ধানসহ বিভিন্ন খাদ্যশস্য ডিজিটাল পদ্ধতিতে বিপণন নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশত কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নুসরাত বিনতে আনিস। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রিপা রাণী চৌহান। এছাড়া সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, প্রেসক্লাব ও বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

