Nabadhara
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোরে সদ্য ভূমিষ্ট এক শিশুর মুখে ‘আল্লাহ আল্লাহ’ ডাক

যশোর প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৫ ৮:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোরে বেসরকারি একটি হাসপাতালে সদ্য ভূমিষ্ট এক শিশুর মুখে ‘আল্লাহ, আল্লাহ’ ডাক শোনা গেছে। জন্মের তিনদিন পর রোববার (১৬ নভেম্বর) এমন একটি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। নেটিজেনরা শিশুটির দীর্ঘায়ু কামনা করে প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

জানা গেছে, গত ১৩ নভেম্বর যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আরিচপুর গ্রামের আল মামুনের স্ত্রী মোমেনা খাতুনকে মাতৃসেবা ক্লিনিকে ভর্তি করা হয়।

রাতে ডা. সোনিয়া শারমিন তার সিজারিয়ান অস্ত্রোপচার করেন। জন্মের সাথেই শিশুটি মুখে ‘আল্লাহ, আল্লাহ’ চিৎকার করতে থাকেন। এ ঘটনায় অস্ত্রোপচার কক্ষে দায়িত্বরত চিকিৎসক ও সেবিকারা অবাক হন।

রোববার শিশুর এমন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ঘটনাটি এখন অনেকের মুখে মুখে।

মাতৃসেবা ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল ইসলাম জানান, সদ্য ভূমিষ্ঠ শিশুর কান্নার মধ্যে ‘আল্লাহ,আল্লাহ’ যেন অলৌকিক ঘটনা। আল্লাহ শিশুটিকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ দান করুণ।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মসজিদের ইমাম ও হাফেজ মাওলানা আব্দুল গনি খান জানান, ভিডিওতে শিশুটির কান্নার আওয়াজের মাঝে স্পষ্টভাবে ‘আল্লাহ আল্লাহ’ ডাক শোনা যাচ্ছে। মহান আল্লাহ সমস্ত ক্ষমতার একচ্ছত্র মালিক। তার পক্ষে সকল কিছু সম্ভব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।