খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদা উপজেলার জয়সেনা গ্রামে পূর্ব শত্রুতার জেরে একটি মুদি দোকানে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) গভীর রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে তেরখাদা সদর ইউনিয়নের মাসুমা বেগমের—পিতা সামচু মোল্লা (গুয়ে মোল্লা)—বাড়ির সামনে থাকা দোকানটিতে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দ্রুত পালিয়ে যায়।
পাশের বাড়ির বাসিন্দা বাবর মাস্টার—পিতা আকবর শেখ—জানালা দিয়ে প্রথমে আগুনের শিখা দেখতে পান। তিনি বাইরে এসে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তেরখাদা ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সঙ্গে মিলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের দাবি, পূর্ব শত্রুতার ঘটনাকে কেন্দ্র করেই দুর্বৃত্তরা রাতে দোকানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দরিদ্র দোকান মালিক মাসুমা বেগম।
অগ্নিকাণ্ডে একটি ভিশন ফ্রিজ (মূল্য প্রায় ৩৫ হাজার টাকা), একটি ৩২ ইঞ্চি মনিটর (মূল্য প্রায় ৩২ হাজার টাকা) এবং দোকানে থাকা বিভিন্ন মুদি পণ্যসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,
“এটি একটি পরিকল্পিত অগ্নিসংযোগের ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছি। পূর্ব শত্রুতার তথ্যও যাচাই করা হচ্ছে। কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

