Nabadhara
ঢাকাসোমবার , ১৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে মাদারীপুরে কর্মশালা

মাদারীপুর প্রতিনিধি
নভেম্বর ১৭, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুর প্রতিনিধি

সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৭ নভেম্বর) মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালায় অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আল নোমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ম্যাজিষ্ট্রেট) কঙ্কনা প্রভা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বিশ্বজিৎ বৈদ্য, জেলা তথ্য অফিসার বেনজীর আহমেদ।

কর্মশালায় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও এনজিও প্রতিনিধিরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রকল্পের জেলা ম্যানেজার (এভিসিবি প্রকল্প-৩) মোঃ আলিউল হাসান খান, সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুরের সভাপতি খান মোঃ শহীদ, কালকিনি ও ডাসার উপজেলা কো-অর্ডিনেটর মোঃ নাসিরউদ্দিন লিটন হাওলাদার,জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন।

আরো উপস্থিত ছিলেন ব্রাক মাদারীপুর এর জেলা ম্যানেজার মিতু দেবনাথ, অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের ম্যানেজার তাপস কুমার সরকার, এনজিও ‘রাইটস যশোর’ এর জেলা প্রোগ্রাম অফিসার বায়েজিদ মিয়া, বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনসহ সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।