সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত ঘটনার মামলায় আদালতের ঘোষিত রায়কে কেন্দ্র করে ফেনীর সোনাগাজীতে জামায়াতে ইসলামি ও তাদের সহযোগী সংগঠনের উদ্যোগে একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে পৌর শহরের জিরোপয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির মাওলানা কালিম উল্যাহ, সেক্রেটারি মহসিন ভূঞা, সহকারী সেক্রেটারি আবদুল মান্নান ও গোলাম কিবরিয়া প্রমুখ।
নেতারা আদালতের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান।
এদিকে স্থানীয় সূত্র জানায়, আওয়ামী লীগের ঘোষিত শাটডাউন কর্মসূচির কোনো বড় প্রভাব সোনাগাজীতে পড়েনি। পৌর শহরে যানবাহন চলাচল ও ব্যবসা-বাণিজ্য ছিল স্বাভাবিক। কোথাও উল্লেখযোগ্য কোনো রাজনৈতিক সংঘর্ষ বা উত্তেজনার খবর পাওয়া যায়নি।

