রমজান আলী,সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নমীতা বৈদ্য (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি বাজালিয়া ইউনিয়নের বুড়ির দোকান এলাকার অনীল চন্দ্র বৈদ্যের স্ত্রী।
সোমবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বান্দরবান–কেরানীহাট সড়কের বাজালিয়া বুড়ির দোকান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে পলাশ বৈদ্য জানান, সকালে তার মা কার্তিক পূজার ফুল তুলতে যাচ্ছিলেন। সড়ক পার হওয়ার সময় বান্দরবানের দিকে যাওয়া দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতকানিয়া থানার ওসি আবু মাহমুদ কাওসার বলেন, “দুর্ঘটনার বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। খবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

