শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুরে চার্জ দেওয়ার সময় হঠাৎ একটি মোবাইল ফোন বিকট শব্দে বিস্ফোরিত হওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার রাত ১০টায় শেরপুর পৌর শহরের গোসাইপাড়া নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের সময় পাশে থাকা ফোনের মালিক বাধন কর্মকার কৃষ্ণ এবং তাঁর স্ত্রী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
স্থানীয়রা জানান, বিস্ফোরণের কারণে ঘরে আগুন না লেগে বড় ধরনের ক্ষতি হয়নি। তবে বিস্ফোরণের তীব্রতায় বিছানার চাদর ও খাটের কিছু অংশ পুড়ে গেছে।
ভুক্তভোগী বাধন কর্মকার কৃষ্ণ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, “আমি প্রায় দুই বছর আগে মোবাইলটি কিনেছিলাম। চার্জের সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। ভাগ্যক্রমে আমি ও আমার স্ত্রী দুজনেই পাশ থেকে সরে যাওয়ায় আমরা বেঁচে গেছি। সামান্য কিছু জিনিসপত্রের ক্ষতি হয়েছে। সত্যিই আশ্চর্যের এবং ভীতিকর বিষয়।”
বিশেষজ্ঞরা জানিয়েছেন, মোবাইল ফোনের ব্যাটারি বিস্ফোরণ সাধারণত ব্যাটারির ত্রুটি, ভেজাল চার্জার ব্যবহার বা অতিরিক্ত তাপের কারণে ঘটে। শেরপুরে এই ঘটনায় দম্পতির অক্ষত থাকায় স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন।

