Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দেবহাটার সখিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইন্তেকাল করেছেন

Link Copied!

আর.কে.বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্টাতা সভাপতি মোখলেছুর রহমান মোকলেছ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়ন বিএনপির প্রতিষ্টাতা সভাপতি মোখলেছুর রহমান দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার উত্তরায় ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ( ১৮ নভেম্বর ) সকাল সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেন। মোকলেছুর রহমান তার রাজনৈতিক জীবনের শুরু থেকে বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে গেছেন।

বিএনপি করার কারনে বিগত সময়ে অনেক মিথ্যা মামলার আসামী হয়ে জেল-জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। তিনি রাজনীতি করার পাশাপাশি নলতা আহ্ছানিয়া মিশন ও সখিপুর উদয়ন সংঘসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে সম্পৃক্ত ছিলেন।

তার মৃত্যু সংবাদ এলাকায় পৌছালে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনপ্রিয় চিকিৎসক ডাঃ শহিদুল আলম।

সাথে সাথে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দেবহাটা উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ। দেবহাটা উপজেলা জিয়া পরিষদের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।