Nabadhara
ঢাকাবুধবার , ১৯ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল টেকনোলজিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী
নভেম্বর ১৯, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জেলা প্রতিনিধি, নোয়াখালী

মেডিকেল টেকনোলজিস্টদের ন্যায্য ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ফোরাম (এমটিএফ) এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, করোনা, ডেঙ্গুসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে জীবন বাজি রেখে কাজ করলেও দীর্ঘদিন ধরে টেকনোলজিস্টরা তাদের ন্যায্য গ্রেড থেকে বঞ্চিত। গত বছর স্বাস্থ্য উপদেষ্টা ১০ম গ্রেড বাস্তবায়নের আশ্বাস দিলেও এখনো কোনো অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, “আর কোনো আশ্বাস নয়, এবার চাই সরাসরি সিদ্ধান্ত।” একই সঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন করে জটিলতা তৈরি হলে সারাদেশে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধন থেকে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা সচল রাখতে দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের নোয়াখালী জেলা সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. মিনারুল ইসলাম, টিম রনভেরীর জেলা প্রতিনিধি আব্দুল মান্নান, শান্তনা আক্তার, সুলতানা রাজিয়া, মো. তাওহীদ, নোয়াখালী ডেন্টাল পরিষদের সেক্রেটারি মো. আলী জুয়েল, মহিউদ্দিন জয় এবং সম্মিলিত টেকনোলজিস্ট পরিষদের উপদেষ্টা মো. শাহাদাত হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।