নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় ১২ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়ের বাস্তবায়নে এ সমাপনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রিয়াদ। প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মো. নূরুন্নবী। স্বাগত বক্তব্য দেন লোহাগড়া উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমান।
নড়াইল জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. হারুন অর রশিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. আমানত হোসেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুনসহ অন্যান্য বক্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার ট্রেইনার এস.এম. সাইদুর রহমান, সহকারী ট্রেইনার ফাতেমা তুজ জোহরা এবং উপজেলা বিভিন্ন দফতরের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা।
প্রশিক্ষণ শেষে ২৫ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন ও সেলাই প্রশিক্ষণ কোর্সের সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, এসব প্রশিক্ষণ নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে এবং স্বনির্ভর হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

