ফেনী প্রতিনিধি
ফেনীর দাগনভূঞা পৌর এলাকায় ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে লাগানো জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলামের ব্যানার সরিয়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, মঙ্গলবার বিকালে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধানের শীষের প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর পক্ষে বিভিন্ন স্থানে ব্যানার লাগান ফেনী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম। পরে বুধবার সকালে দেখা যায় বাজারের বিভিন্ন পয়েন্টের নির্বাচনি প্রচারের ব্যানার রাতের ব্যবধানে তা সরিয়ে ফেলে দুর্বৃত্তরা।
এ নিয়ে জনমনে ভীতির সঞ্চার হয়েছে। রফিকুল ইসলাম জানান, ফেনী-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর সালাম নিন,ধানের শীষে ভোট দিন, লেখা সংবলিত ব্যানার মঙ্গলবার বিকালে দাগনভূঞা জিরো পয়েন্ট, আতাতুর্ক প্রাইমারি স্কুলের সামনে ও ফুট ওভারব্রিজে লাগায় তার সমর্থিত নেতাকর্মীরা।
এক রাত যেতেই তা খুলে ফেলা হয়। এটি হিংসাত্মক রাজনীতির বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি।

