যশোর প্রতিনিধি
যশোরের বাঘারপাড়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী, সাবেক মেয়র কামরুজ্জামান বাচ্চু, সাবেক ভাইস চেয়ারম্যান এনায়েত হোসেন লিটন, উপজেলা যুবলীগের আহ্বায়ক সাবেক এমপি পুত্র রাজীব রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ ২১ জনের নামে সন্ত্রাস বিরোধ আইনে মামলা হয়েছে।
এ মামলায় আরো আসামি হয়েছেন অজ্ঞাত ৪০ থেকে ৫০ জন। উপজেলার তরফ মাহমুদপুর গ্রামের মৃত সরোয়ার খানের ছেলে সেলিম খান বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাতে মামলাটি করেন।
মামলায় বাদী তার এজাহারে উল্লেখ করেছেন রবিবার (১৬ নভেম্বর) রাত আট থেকে সাড়ে আটটার মধ্যে আসামীরা যশোর – নড়াইল সড়কের আকবার আলী দাখিল মাদরাসার সামনে রাস্তার উপর বর্তমান সরকার উৎখাতসহ রাষ্ট্রবিরোধী কার্যকলাপ সংগঠনের উদ্দেশ্যে মশাল মিছিলসহ জনসাধারণের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সংঘবদ্ধ হয়ে সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে জনগনের মাঝে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে চলন্ত গাড়ীতে ,ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ আনা হয়েছে।
এ মামলায় অন্য আসামিরা হলেন, যুবলীগ নেতা কামরুজ্জামান লিটন, সাজ্জাদ হোসেন, ইউপি সদস্য শেখ সাদেকুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের আইয়ুব সরদারের ছেলে আদিল হোসেন, ক্ষেত্রপালা গ্রামের ইউসুপ বিশ্বাসের ছেলে সেলিম রেজা, ধলগ্রামের কমল হোসেন, আব্দুলবাড়ীয়া গ্রামের জাহিদ হোসেনের চেলে নাহিদ হাসান, দোহাকুলার আজিজুর রহমানের ছেলে রানা, চেচুয়াখোলা গ্রামের আব্দুর রমিদের ছেলে টিপু সুলতান, জামদিয়ার ঠাকুর পাড়ার গনেশ চক্রবর্তীর ছেলে পল্লব চক্রবর্তী, পৌর সভার মহিরণ গ্রামের বাসিন্দা যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, সাদ্দাম হোসেন টুলু, কৃষ্ণনগর গ্রামের সোনাউল্লাহ ছেলে আমিনুর রহমান, দক্ষিণ শ্রীরামপুর গ্রামের ভুট্ট গাজী, সমির মোল্যার ছেলে ইনামুল মোল্যা, আফসার মোল্যার ছেলে মনির।বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান জানিয়েছেন, সন্ত্রাস বিরোধ আইনে ২১ জনের নামে থানায় মামলা হয়েছে।
এ মামলায় ক্ষেত্রপালা গ্রামের সেলিম রেজাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

