Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবান রুমায় কেওক্রাডং সড়ক দূর্ঘটনায় ১১ পর্যটক আহত

মো:শাফায়েত হোসেন, বান্দরবান প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মো:শাফায়েত হোসেন, বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমার কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১১ জন পর্যটক আহত হয়েছে।

বৃহষ্পতিবার ( ২০ নভেম্বর ) সকালে ৬টার দিকে কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত পর্যটকরা সবাই কুষ্টিয়ার বাসিন্দা। তবে জেলা সদর থেকে দূর্গম এলাকা হওয়ায় তাদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

এদিকে পুলিশ ও স্থানীয়রা জানায়,সকাল ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়ীতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডং এর উদ্দেশ্যে রওনা দেয়। পরে গাড়ীটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ীটি উল্টে যায়।

এসময় গাড়ীতে থাকা ১১ জন পর্যটক গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রæত আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তাদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক হলে তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

অপরদিকে রুমা উপজেলা নির্বাহী অফিসার মো:আদনান চৌধুরী বলেন, ভোরে কুষ্টিয়া থেকে বেড়াতে আসা ১১ জনের একটি টিম চাঁদের গাড়ীতে করে বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে সড়ক দূর্ঘটনায় ১১ জন পর্যটক আহত হয়। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদেরকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।