Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে তৃতীয় জামাতের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে তৃতীয় জামাতের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁরাকুপি-কটকস্থল নূরাণী হাফেজী মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি জুয়েল মিয়া।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মো. জহিরুল ইসলাম, কাতার প্রবাসী ও তরুণ সমাজসেবক মো. রিয়াদ হাওলাদার, পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ জহিরুল ইসলাম সংগ্রাম ও আব্দুর রহমান মুন্না।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক মাওলানা ঈসা, মাওলানা আলম, মাওলানা ওলিউল্লাহ, মাওলানা সাইদুল ইসলাম, মাওলানা আব্দুল আজিজ ও হাফেজ কামাল হোসেন বক্তব্য রাখেন।

শেষে তৃতীয় জামাতের ২১ জন শিক্ষার্থীর মাঝে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।