নিজস্ব সংবাদদাতা, কচুয়া (বাগেরহাট)
বাগেরহাটের কচুয়ায় মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তাঁর প্রিয় সহধর্মিনীদের নিয়ে অশ্লীল লেখনির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় কচুয়া তাওহীদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কচুয়া জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা অভিযুক্ত উজ্জ্বল মুখোপাধ্যায়ের সর্বোচ্চ শাস্তি—ফাঁসির দাবি জানান। তারা জানান, যদি দাবি না মানা হয়, আগামী রবিবার উপজেলা গেটে মানববন্ধনসহ আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল মান্নান। এতে বক্তৃতা করেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি হাফেজ নুরুল ইসলাম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ মইনুল ইসলাম, আমিরুল ইসলাম সিদ্দিকী, এডভোকেট বালী নাছের আলী, উপজেলা ও মডেল মসজিদের ইমামসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষক ও কচুয়ার বিভিন্ন স্থান থেকে আগত তাওহীদী জনতা।
বক্তারা মানবাধিকার ও ধর্মীয় মর্যাদা রক্ষার তাগিদে সরকারের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

