Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, মুন্সীগঞ্জে বসতঘর ভস্মীভূত

মুন্সীগঞ্জ প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি দক্ষিণ পাড়ার মথুরাপাড়া কবরস্থান রোড এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি টিন–কাঠ নির্মিত বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২০শে নভেম্বর) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চুলা ও গ্যাস সিলিন্ডার মেরামতের সময় হঠাৎ সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার ফলে ঘরের আসবাবপত্রসহ সম্পূর্ণ ভস্মীভূত হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় আশপাশের অন্যান্য বাড়িঘর বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। আগুন নেভানোর কাজে স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করেন বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন।

উল্লেখ্য, পুড়ে যাওয়া ঘরটিতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন মো. নূর ইসলাম, পিতা হোসেন আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।