Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে বর আসার আগেই বাল্যবিবাহ বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে মাত্র ১৩ বছর বয়সী এক কিশোরী অকাল বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার( ২০ নভেম্বর ) দুপুরে বরযাত্রীরা আসার আগেই নয়াকান্দি (পৈলনপুর) এলাকায় বাল্যবিবাহের আয়োজন থামিয়ে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।

স্থানীয় সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌরসভার ৬নং ওয়ার্ডের ওই কিশোরীর সঙ্গে সালুয়া ইউনিয়নের মাছিমপুর গ্রামের মোঃ শাহজাহান ভুইয়ার ছেলে মোস্তাকিম ভুইয়া (২২)-এর বিয়ের প্রস্তুতি চলছিল।

গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে গিয়ে আয়োজন বন্ধ করে দেয়।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা সুলতানা, কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক আমিরুল বাহার, এবং পুলিশের একটি দল।

ঘটনার পর বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৮ ধারা অনুযায়ী কনের মাকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার লিখিত অঙ্গীকার গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান বলেন,
“অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীর বিয়ের আয়োজনের খবর পেয়ে আমরা দ্রুত ব্যবস্থা নেই। আইন লঙ্ঘনের দায়ে শাস্তি দেওয়া হয়েছে এবং মেয়েটির নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

সংবাদমাধ্যেকে উপজেলা প্রশাসন জানায়,
বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত নজরদারি চলবে এবং এ ধরনের যে কোনো উদ্যোগের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।