Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় তারেক রহমানের জন্মদিনে কোরআন খতম ও দোয়া

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও তোবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) উপজেলার নলিয়ারচর হাসনিয়া শামসুল উলুম কওমি মাদ্রাসা ও এতিমখানায় যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিকের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে তারেক রহমানের দীর্ঘায়ু, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ‘নির্যাতিত’ বিএনপি নেতাকর্মীদের জন্যও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. হাফিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কে. এম. মোস্তাক আহমেদ, সাবেক প্রচার সম্পাদক শেখ রবিউল ইসলাম লাখু, সাবেক ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক শেখ লালিম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সরদার জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক গোলজার আলম ও মো. দেলোয়ার হোসেন।

এ ছাড়া তেরখাদা উপজেলা জাসাসের সদস্য সচিব মুন্না পারভেজ, বাহার মোল্লা, এনামুল শেখ, মো. আজিজ, চৌধুরী সবুজ, সাবু শেখসহ স্থানীয় বিএনপি নেতা মো. বকুল শেখ, সোহেল রানা, মো. আসলাম, শেখ উজ্জল ও মাসুম শিকদার উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিল শেষে এতিম ও অসহায় মানুষের মাঝে তোবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।