Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট রেড ক্রিসেন্টে ২০ বছর পর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
নভেম্বর ২০, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‎ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দীর্ঘ বিশ বছর পর বাগেরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গ্রহন অনুষ্ঠিত হয়।

‎এতে ২৭১২ ভোটার এর মধ্যে ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট সাতটি পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ।

‎সাধারন সম্পাদক পদে ৩৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মাহাবুবুর রহমান টুটুল তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ কামরুজ্জামান ২১১ ভোট। সহ-সভাপতি পদে ৪৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মোস্তাহিদুল ইসলাম রবি।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোঃ এসকেন্দার আলী ৩০৮ ভোট।

এছাড়াও নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ লালন ৫১০। ফারুকুজ্জামান বাপ্পী ৪৩২। রেহেনা পারভীন লাকী ৩১১। আলামিন সরদার ৩১১। নার্গিস আক্তার ইভা ২৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

‎সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি ছিলো লক্ষনীয় । উল্লেখ্য ২০০৬ সালে সর্বশেষ  ভোটের মাধ্যমে বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের  প্রার্থীরা নির্বাচিত হয়েছিলেন।

‎দীর্ঘদিন পরে ভোট দিতে পেরে এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে উচ্ছ্বসিত ভোটার ও প্রার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।