সাকিব হাসান, গলাচিপা ( পটুয়াখালী ) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে গলাচিপায় মানবিক উদ্যোগের অংশ হিসেবে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গলাচিপা উপজেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করেন গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ নুহ নাসির উল্লাহ্ হাবিব।
আয়োজকের ব্যক্তিগত উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নোটবুক, কলম, রুল সহ বিভিন্ন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় উৎসাহ ও আনন্দ।
মোঃ নুহ নাসির উল্লাহ্ হাবিব বলেন, “শিক্ষার্থীদের মুখে হাসি— আমদের শক্তি, আমাদের প্রেরণা। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতে ছাত্রদল সবসময় কাজ করে যাবে।”
স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার অগ্রযাত্রা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

