Nabadhara
ঢাকাশুক্রবার , ২১ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে বিনামূল্যে চিকিৎসা সেবা, গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর খান

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
নভেম্বর ২১, ২০২৫ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

শামীম শেখ , গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ী-১ আসনে গনঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর খান বিনামূল্যে  চিকিৎসা সেবার মাধ্যমে জনগণের দোড় গোড়ায় পৌছানোর চেষ্টা করছেন।

শুক্রবার (২১ নভেম্বর ) দিনব্যাপী গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্তরে এ ধরনের একটি ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে আগত অসহায় মানুষের মাঝে ব্যবস্থাপত্র ও
ঔষুধ প্রদান করা হয়। চিকিৎসা সেবা প্রদান করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় সাহা।

জেলার অন্যান্য ইউনিয়নে গন অধিকার পরিষদের আয়োজনে ধারাবাহিকভাবে এ ধরনের মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।

শুক্রবার গোয়ালন্দে ক্যাম্প পরিচালনার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম,
গণঅধিকার পরিষদের রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফা মনি, জেলা যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, গোয়ালন্দ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব গাজী বাচ্চু, সাবেক সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোকন মোল্লা, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সাগর, রাজবাড়ী জেলা শ্রমিক অধিকার পরিষদের সিনিয়র সহ -সভাপতি রিপন ম-ল, কালুখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওবায়দুর রহমান প্রমূখ।

রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূরের নির্দেশক্রমে জনগনের দ্বারপ্রান্তে আমাদের দলের মানবিক সেবা পৌছে দিতেই রাজবাড়ী-১ আসনের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর খানের ব্যক্তিগত উদ্যোগে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার ১৮টি ইউনিয়নে এ ধরনের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।

এখানে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ১০ প্রকার ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়া শীত মৌসুমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং প্রত্যেক ইউনিয়নের দূর্গম অঞ্চলে সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।