আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে নবনির্মিত আশাশুনি মডেল মসজিদে প্রথমবারের মতো জুম্মা নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) জুম্মার নামাজে ইমামতি ও উদ্বোধন করেন প্রখ্যাত শিক্ষাবিদ, আলেমে দ্বীন হাফেজ মুফতি মোহাদ্দিস মাওলানা রবিউল বাশার।
ইসলামিক ফাউন্ডেশনের আশাশুনি উপজেলা ফিল্ড সুপারভাইজার মাওলানা আছাদুল্লাহর সঞ্চালনায় খুতবা পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম পিপিএম (বার), মুফতি রবিউল বাশার, এডভোকেট আঃ সোবহান মুকুল, নূরুল আফছার মোর্তজা, উপাধ্যক্ষ আঃ সবুর ও মাওলানা আবু বক্কর ছিদ্দিক।
জুম্মার নামাজে ইমামতি করেন ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক এবং খুতবা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাদ্দিস রবিউল বাশার।
উদ্বোধনী জুম্মায় ডিআই-১ মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) বায়েজিদ ইসলাম, আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুল আরেফিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ, মসজিদ কমিটির সভাপতি উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ আঃ সালাম, আশাশুনি প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, বীর মুক্তিযোদ্ধা এবং সর্বস্তরের মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন মডেল মসজিদ উদ্বোধনের মাধ্যমে এলাকার ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

